ঢাকা | সেপ্টেম্বর ১১, ২০২৪ - ৭:৫৪ পূর্বাহ্ন

হকিতে দক্ষিণ কোরিয়ার কাছে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

  • আপডেট: Monday, May 29, 2023 - 7:54 am

অনলাইন ডেস্ক: জুনিয়র হকি বিশ্বকাপের আগামী আসর মাঠে গড়াবে এশিয়ার দেশ মালয়েশিয়ায়। বিশ্ব এই আসরে সরাসরি খেলার সামনে দাঁড়িয়ে ছিল বাংলাদেশ।

এজন্য এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লাল সবুজ প্রতিনিধিদের দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জিততেই হত। তবে ডু অর ডাই সেই ম্যাচে দ. কোরিয়ার যুবাদের কাছে ১-৩ গোলের ব্যবধানে হেরে গেছে মামুনুর রশীদের শিষ্যরা।

জুনিয়র হকি বিশ্বকাপে এশিয়া অঞ্চল থেকে তিনটি দেশ সরাসরি বিশ্বকাপে খেলবে। স্বাগতিক হিসেবে মালয়েশিয়া সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। যদিও এশিয়ার এই টুর্নামেন্টে সেমিফাইনালে উঠেছে মালয়েশিয়া। ফলে বাকি তিন সেমিফাইনালিস্টের জুনিয়র হকি বিশ্বকাপ নিশ্চিত ছিল। তবে বাংলাদেশ সে সুযোগ কাজে লাগাতে পারল না।

রোববার ওমানের সালালায় কোরিয়াকে হারাতে পারলে জুনিয়র হকি এশিয়া কাপের সেমিফাইনালে ওঠার পাশাপাশি বিশ্বকাপেও জায়গা করে নিতে পারতো বাংলাদেশ। কাগজে-কলমে বাংলাদেশের চেয়ে অনেক শক্তিশালী দল কোরিয়া। তবে পরাশক্তির দেশটির বিপক্ষে দুর্দান্তভাবে লড়েছে তারা।

ম্যাচের প্রথম কোয়ার্টারে এক গোলের লিড নেয় কোরিয়া। এরপর পরের কোয়ার্টারে দুই দলের কেউ গোল করতে পারেনি। তবে তৃতীয় কোয়ার্টারে দক্ষিণ কোরিয়া আরেকটি গোল করলে আশা ভেঙে যায়। তবুও বিশ্বকাপ যাওয়ার জন্য মরিয়া হয়ে খেলছিল বাংলাদেশের যুবারা।

এরপর চতুর্থ ও শেষ কোয়ার্টারে দক্ষিণ কোরিয়া আরেকটি গোল করলে বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্নভঙ্গ হয়। ৫৯ মিনিটে রাকিবুল হাসান রকির ফিল্ড গোলটি শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। জুনিয়র এশিয়া কাপে দুই গ্রুপের পাচটি করে দল অংশ নিয়েছে। দুই গ্রুপের দুই শীর্ষ দল সেমিফাইনাল খেলবে। বাকি দলগুলো স্থান নির্ধারণী ম্যাচ খেলবে।

সোনালী/জেআর