এসএসসির বৃত্তিতে নওহাটা বালিকা বিদ্যালয়ের সাফল্য

স্টাফ রিপোর্টার: পবার নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা এসএসসি পরীক্ষা-২০২৫ সালে বৃত্তির ফলাফলে ব্যাপক সাফল্য অর্জন করেছে। এ স্কুল থেকে ১০ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে মানবিক বিভাগে ৩ জন ও বাণিজ্য বিভাগে ৭ জন রয়েছে।
মানবিক বিভাগে তিনজন হলেন, যুবাইদা খাতুন, যাইনাব খাতুন ও নওশীন নাবিলা। বাণিজ্য বিভাগের রয়েছে, সাদিয়া তাসমিম, মেঘলা খাতুন, সাবিকুন নাহার নাফিসা, প্রেমা রাণী সাহা, ইতিলা খাতুন, সাবরিনা খাতুন ও সুরাইয়া আক্তার মিম। এরা সবায় উচ্চ শিক্ষা শেষে কেহ শিক্ষক, কেহ নির্বাহী ম্যাজিট্রেট, কেহ আইন বিশেষজ্ঞ, কেহ ব্যবসায়ী উদ্যোক্তা, আবার কেহ ব্যাংকার হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। স্কুলের সকলের পক্ষ থেকে প্রধান শিক্ষক সামসুদ্দীন প্রামানিক বৃত্তি প্রাপ্ত ছাত্রীদেরসহ সকল শিক্ষার্থীদের প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
পবা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন বলেন, নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের ফলাফল বরাবরেই ভাল। প্রতিবছরই এই বিদ্যালয় থেকে সুনামের সাথে মেয়েরা উত্তীর্ণ হচ্ছে। নারী শিক্ষার উন্নয়নে বিদ্যালয়টি কার্যকরি ভূমিকা রেখে চলেছে। শুধু তাই নয়, বিতর্কসহ নানা প্রতিযোগিতায় বেশির ভাগ ক্ষেত্রে তারাই বিজয়ী হয়। তিনি বিদ্যালয়টির সাফল্য কামনা করেন।