ঢাকা | জুলাই ৮, ২০২৫ - ৯:৩০ অপরাহ্ন

শিরোনাম

পানিতে ডুবে চাচাতো ভাই বোনের মৃত্যু

  • আপডেট: Friday, June 27, 2025 - 11:19 pm
dead

পাবনা প্রতিনিধি: পাবনার ফরিদপুরে বড়াল নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।

নিহতরা হলো- ফরিদপুর উপজেলা সদরের উত্তর থানাপাড়া এলাকার আবু সামা কাউন্সিলের মেয়ে তিন্নি খাতুন (১১) ও একই এলাকার মোহাম্মদ আলমগীর হোসেনের একমাত্র ছেলে জোবায়ের আহমেদ (৭)।

তারা সম্পর্কে চাচাতো ভাই বোন। স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার দুপুরে বাড়ির পাশে বড়াল নদীতে গোসল করতে নামে তিন্নি ও জোবায়ের। গোসলের এক পর্যায় শিশু দুইজন পানিতে তলিয়ে গেলে অন্যরা পানিতে খোঁজাখুঁজি শুরু করে।

কিছুক্ষণ পর তাদের দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাত জামান জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।