ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৩:১৪ পূর্বাহ্ন

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল ॥ জালিয়াতি ঠেকাতে তৎপর প্রশাসন

  • আপডেট: Monday, March 4, 2024 - 9:00 pm

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার।

‘সি’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হওয়া এই পরীক্ষা চলবে আগামী ৭ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট চার শিফটে এ পরীক্ষা চলবে। ‘সি’ ইউনিটে কোটাসহ এবার ৭৬ হাজার ৩৫৪ জন ভর্তিচ্ছু অংশ নিচ্ছেন।

এদিকে ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে তৎপর রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া ভ্রাম্যমাণ আদালত, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিরাপত্তা জোরদার এবং সন্দেহভাজনদের প্রতি খেয়াল রাখতে বলা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, এবার তিনটি ইউনিটে কোটাবাদে ৩ হাজার ৯০৪টি আসনের বিপরীতে মোট ১ লাখ ৭৩ হাজার ১১৭টি আবেদন জমা পড়েছে। এ হিসেবে প্রতিটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪৪ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী।

এবারের ভর্তি পরীক্ষা মঙ্গলবার ৫ মার্চ ‘সি’ ইউনিট, ৬ মার্চ ‘এ’ ইউনিট ও ৭ মার্চ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর বিশেষ কোটাসহ মোট ৪ হাজার ৪৩৮টি আসনের বিপরীতে মোট ১ লাখ ৮৫ হাজার ৬৮০টি চূড়ান্ত আবেদন জমা পড়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ভর্তি পরীক্ষায় সব ধরনের জালিয়াতি ঠেকাতে তৎপর রয়েছে প্রক্টরিয়ালবডি। এছাড়া জালিয়াতি ঠেকাতে সার্বক্ষনিক ভ্রাম্যমাণ আদালত কাজ করবে। বিগত বছরগুলোতে প্রক্সির কথা মাথায় রেখে ভর্তি পরীক্ষায় সেলফি পদ্ধতি চালু করা হয়েছে।

এছাড়া গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিরাপত্তা জোরদার এবং সন্দেহভাজনদের প্রতি খেয়াল রাখতে বলা হয়েছে। প্রসঙ্গত, ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://admission.ru.ac.bd/ থেকে পাওয়া যাবে।

সোনালী/জেআর