ঢাকা | মে ২০, ২০২৪ - ৬:৩৯ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীতে দৈনিক দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট: Monday, March 4, 2024 - 8:10 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে দৈনিক দেশ রূপান্তরের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার সকালে রাজশাহী সরকারী কলেজে আয়োজিত বর্ষপূর্তি অনুষ্ঠানে অতিথিবৃন্দ সমাজ উন্নয়নে দেশ রূপান্তরের দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।

আগামী দিনেও দেশ রূপান্তর মহান মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে তার সাহসী পথ চলা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করেন তারা। পাঠকের কাছে দায়বদ্ধতা বজায় রেখে সব শ্রেণির পাঠকের রুচির বিষয়টি বিবেচনায় রাখবে বলেও আশা প্রকাশ করেন তারা।

দেশ রূপান্তরের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমাবার সকালে রাজশাহী সরকারী কলেজ মিলনায়তনের আলোচনা ও কেক কেটে অনুষ্ঠানের যাত্রা শুরু করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী সরকারী কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির মহাসচিব কাজী সাহেদ, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান শ্যামল, প্রতিষ্ঠাতা সভাপতি শ.ম সাজু, রাজশাহী প্রেসক্লাবের সহ সভাপতি আবু সালেহ মোহাম্মদ ফাত্তাহ, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশ রূপান্তরের রাজশাহীস্থ নিজস্ব প্রতিবেদক আহসান হাবীব অপু। অনুষ্ঠান পরিচালনা করেন মহান মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের দফতর সম্পাদক আমজাদ হোসেন শিমুল, বাংলাভিশনের রাজশাহী প্রতিনিধি পরিতোষ চৌধুরী আদিত্য, খবরের কাগজের ব্যুরো প্রধান এনায়েত করিম, ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিবেদক মুস্তাফিজুর রহমান রাসেল, জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক সাখাওয়াত হোসেন, রাজশাহী ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নোমান ইমতিয়াজ, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল হাকিম, সহ সভাপতি আবু সাঈদ রনি, সাধারণ সম্পাদক সেহের আলী দুর্জয়।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাক্তির পক্ষ থেকে দেশ রূপান্তর পরিবারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সোনালী/জেআর