ঢাকা | সেপ্টেম্বর ১৯, ২০২৪ - ৫:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে বিশ্ব বসতি দিবস পালিত

  • আপডেট: Monday, October 3, 2022 - 10:21 pm

স্টাফ রিপোর্টার: বিশ্ব বসতি দিবস উদযাপন করেছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)। রাজশাহী বিভাগীয় প্রশাসনের সহযোগিতায় ‘বৈষম্য হ্রাসের অঙ্গীকার করি, সবার জন্য টেকসই নগর গড়ি’ স্লোগানে দিবসটি উদযাপন করা হয়।

সোমবার সকালে আরডিএ ভবন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শাহমখদুম থানার মোড় প্রদক্ষিণ করে আবার আরডিএ ভবনে গিয়ে শেষ হয়। পরে আরডিএ ভবনের সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ। আরডিএ চেয়ারম্যান মো. আনওয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেনÑ রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মুর্শেদ আলম, রাজশাহী নগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) ফারুক হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক।

আরডিএ’র অথরাইজড অফিসার আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় মূখ্য আলোচক ছিলেন গণপূর্ত অধিদপ্তরের রাজশাহী জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মিছবাহ উদ্দিন।