ঢাকা | মে ১৩, ২০২৫ - ৩:২৮ পূর্বাহ্ন

স্টেশনে টিকিট প্রত্যাশীদের খেজুর দিয়ে আপ্যায়ন

  • আপডেট: Wednesday, March 23, 2022 - 11:09 pm

স্টাফ রিপোর্টার: অনলাইনে এখনও মিলছে না ট্রেনের টিকিট। হাতে লেখা শতভাগ টিকিট বিক্রি হচ্ছে কাউন্টারে। রাজশাহীতে এখন ট্রেনের টিকিট কাটতে স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে টিকিট প্রত্যাশীদের। ভোর ৫টা থেকেই লাইনে দাঁড়াচ্ছেন তারা। সকালের নাস্তাটাও করা হচ্ছে না তাদের।

তাই বুধবার রাজশাহী রেলওয়ে স্টেশনে টিকিট প্রত্যাশীদের খেজুর দিয়ে আপ্যায়ন করা হয়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার নিজেই হাজির হয়েছিলেন খেজুর নিয়ে। পরে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা টিকিট প্রত্যাশীদের হাতে হাতে খেজুর তুলে দেন।

পশ্চিম রেলের জিএম অসীম কুমার তালুকদার বলেন, রেল স্টেশনে এখন টিকিট প্রত্যাশীদের নজিরবিহীন ভিড় দেখা যাচ্ছে। অনলাইনে টিকিট বিক্রি শুরু হলে পরিস্থিতির উন্নতি হবে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা ক্লান্ত টিকিট প্রত্যাশীদের উৎফুল্ল করতে তাদের খেজুর খেতে দেওয়া হয়েছে। এতে যাত্রীরা খুশি হয়েছেন। আমাদেরও ভাল লেগেছে।

 

 

Hi-performance fast WordPress hosting by FireVPS