সূর্যের হাসি নেটওয়ার্কের ক্যান্সার প্রতিরোধে দেশব্যাপী জনসচেতনতা সৃষ্টি
প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশের নারীদের মধ্যে পরিলক্ষিত ক্যান্সারের মধ্যে জরায়ুমুখ ক্যান্সার দ্বিতীয় অবস্থানে রয়েছে। প্রতিরোধযোগ্য এই ক্যান্সার সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে বিশ্ব ক্যান্সার দিবস ২০২৪ উপলক্ষ্যে, গতকাল রোববার ‘ক্যান্সার ওয়াক ২০২৪’ শীষর্ক র্যালি কর্মসূচি পালন করেছে স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান সূর্যের হাসি নেটওয়ার্ক।
দেশব্যাপী ১৩৪টি ক্লিনিকে মহিলা ও শিশুদের জন্য সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি ক্যান্সার সচেতনতায় কাজ করে আসছে প্রতিষ্ঠানটি। বিশ্ব ক্যান্সার দিবস ২০২৪ উদযাপনের অংশ হিসেবে দেশের ৮টি বিভাগীয় শহরে র্যালি আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।
সূর্যের হাসি ক্লিনিক-এর কর্মী, স্থানীয় জনগণ এবং সরকারি কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে একযোগে সফলভাবে অনুষ্ঠিত হয় কর্মসূচিটি। এই আয়োজনটি কো- স্পন্সর করেছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং আয়োজনে অনুপ্রাণিত করেছে গ্লোবাল হেলথ ক্যাটালিস্ট।
ভৌগোলিক সীমা ছাড়িয়ে সচেতনতা বার্তা পৌঁছে দেয়ার তাগিদে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রত্যেকটি র্যালি সরাসরি সম্প্রচার করা হয়েছে।
সোনালী/জেআর