ঢাকা | এপ্রিল ২৯, ২০২৪ - ১২:৪৭ পূর্বাহ্ন

মোটরসাইকেল এ্যাসেম্বলার্স এ্যান্ড ম্যানুফ্যাকচারার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সভা

  • আপডেট: Monday, February 5, 2024 - 2:00 am

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ মোটরসাইকেল এ্যাসেম্বলার্স এ্যান্ড ম্যানুফ্যাকচারার্স এ্যাসোসিয়েশন (বিমামা) এর সাধারণ সভা গতকাল রোববার উত্তরা সেন্টার, ১০২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরনী, তেজগাঁও, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বিমামা-এর সভাপতি এবং উত্তরা মোর্টস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান।

সভার এজেন্ডাগুলি ছিল ডলারের সংকট, ক্রমাগত মুদ্রাস্ফীতি এবং বিশ্ব অর্থনীতিতে মন্থরতার জন্য মোটরসাইকেল শিল্পের অব্যাহত বিক্রয় হ্রাস। সভায় বক্তারা মোটরসাইকেল শিল্পকে বর্তমান স্কংট থেকে পুনরুদ্ধারে সহায়তা করার জন্য প্রনোদনা কর্মসূচি এবং আমদানি বিধিমালা যুগোপযোগী করার কথা বলেন।

সাধারণ সভায় বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এস. মাটসুজাকি ও উপদেষ্টা জামাল আব্দুর নাসের চৌধূরী, টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা বিপ্লব কুমার রায়, রুপসা ট্রেডিং কর্পোরেশন এর ব্যবস্থাপনা পরিচালক কাওসার আহম্মেদ, এসিআই মটরস্ লিমিটেডের মহাব্যবস্থাপক মোহাম্মদ সাইফুল ইসলাম, রাসেল ইন্ডাস্ট্রিজ-এর উপ মহাব্যবস্থাপক বৈদ্যনাথ সাহা এবং উত্তরা মোটর্স লিমিটেড এর সিইও কর্পোরেট আশরাফ শামীমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সোনালী/জেআর