ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৪:২৮ পূর্বাহ্ন

নওগাঁয় বজ্রপাতে আদিবাসী নারীসহ তিন জনের মৃত্যু

  • আপডেট: Saturday, September 23, 2023 - 7:00 pm

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর ও পোরশা উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুই আদিবাসী নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- মহাদেবপুর উপজেলার রাইগা ইউনিয়নের সিলিমপুর গ্রামের নেপাল পাহানের স্ত্রী শ্রীমতি পাহান (২৭) ও একই গ্রামের মৃত সুবেন্দ্রনাথ পাহানের স্ত্রী সবানী পাহান (৬৫)।

অপরজন হলেন পোরশা উপজেলার চকবিষ্ণপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম।

মহাদেবপুর থানার ওসি মোজাফফর হোসেন জানান, বাড়ির পাশে ধানখেতে বেশ কয়েকজন আদিবাসী নারী-পুরুষ কাজ করছিলেন।

এ সময় বজ্রপাত হয়। ঘটনাস্থলেই শ্রীমতি ও সবানীর মৃত্যু হয়।

এ সময় আরও এক নারী আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পোরশায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয় রফিকুলের।

পোরশা থানার ওসি জহুরুল ইসলাম বলেন, দুপুরে পুনর্ভবা নদীতে মাছ ধরতে যান রফিকুল ইসলাম।

বৃষ্টি শুরু হয় এ সময়, একপর্যায়ে বজ্রপাত হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ বাড়িতে নিয়ে আসেন।

সোনালী/জেআর