ঢাকা | নভেম্বর ২৩, ২০২৪ - ১১:২০ পূর্বাহ্ন

রাজশাহীর নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের প্রশিক্ষণ

  • আপডেট: Wednesday, March 9, 2022 - 10:44 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের ‘ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ’ শীর্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ও জেলা প্রশাসনের উদ্যোগে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে জুম ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম।

শুরুতে অতিথিরা ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্সের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে প্রধান অতিথি তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ। প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ইনস্টিটিউটের প্রশিক্ষণ পরিচালক (অতিরিক্ত সচিব) আবু বকর সিদ্দিক।

এছাড়াও সভাকক্ষে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শাহানা আখতার জাহানসহ জেলার চারটি উপজেলার নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। উপস্থিত চেয়ারম্যানদের মধ্য থেকে গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেল বক্তব্য দেন। ইউপি চেয়ারম্যানদের এই প্রশিক্ষণ চলবে আগামী ১২ মার্চ পর্যন্ত।