ঢাকা | জুলাই ১৯, ২০২৫ - ২:৩০ পূর্বাহ্ন

শিরোনাম

এইচএসসির প্রথমদিনে অনুপস্থিত ১৯ হাজার ৭৫৯ শিক্ষার্থী

  • আপডেট: Friday, June 27, 2025 - 12:44 am

স্টাফ রিপোর্টার: বৃহস্পতিবার সারাদেশে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনেই সারাদেশে অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ৭৫৯ পরীক্ষার্থী। এদিন অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৪৩ পরীক্ষার্থী।জানা গেছে, পরীক্ষা দিতে তারা ফরম পূরণ করেছিলেন। তবে তারা পরীক্ষা দেননি।

এদিকে বৃহস্পতিবার পরীক্ষা শেষে রাজশাহী শিক্ষা বোর্ডের এক প্রতিবেদনে দেখা যায়, প্রথম দিনের বাংলা প্রথম পত্রে রাজশাহী বিভাগের আট জেলায় মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ১৯ হাজার ৮৫৮ জন। এরমধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ১৭ হাজার ৯৯১ জন।

অনুপস্থিত ছিলেন রাজশাহীর ৪৪৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৩৪ জন, নাটোরের ১৮২ জন, নওগাঁর ২১৪ জন, পাবনার ২১৭ জন, সিরাজগঞ্জের ৩২৮ জন, বগুড়ার ২৪৯ জন ও জয়পুরহাটের ৯৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দেননি।

বিভাগের ২০৭টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের জন্য বগুড়ার নন্দীগ্রাম সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ফিরোজ আহমেদ নামের এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ফিরোজ মনসুর হোসেন ডিগ্রি কলেজের শিক্ষার্থী।

পরীক্ষা চলাকালে রাজশাহীর কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোফাখখারুল ইসলাম। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। করোনা ভাইরাসের সতর্কতায় পরীক্ষা কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মানতে বলা হয়েছে।

এদিকে এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে সারাদেশে অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ৭৫৯ পরীক্ষার্থী। এদিন অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছেন ৪৩ পরীক্ষার্থী।

তাদের মধ্যে ছয়জন এইচএসসির, ২৪ জন আলিমের এবং ১৩ জন কারিগরির। গতকাল বৃহস্পতিবার বিকালে ১১টি শিক্ষা বোর্ডের মোর্চা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ তথ্য জানিয়েছে। বোর্ডগুলোর দেয়া তথ্যমতে, প্রথম দিনে ঢাকা শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৩২৬ জন, রাজশাহীতে ১ হাজার ৮৬৭ জন, কুমিল্লায় ২ হাজার ৪২৮ জন, যশোরে ১ হাজার ৬৩৮ জন, চট্টগ্রামে ১ হাজার ২৩০ জন, সিলেটে ৮২৪ জন, বরিশালে ১ হাজার ২৯ জন, দিনাজপুরে ১ হাজার ২৯১ জন, ময়মনসিংহে ৮৮০ জন। মাদরাসা বোর্ডের অধীন আলিম পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ছিলেন ৪ হাজার ১৯৬ জন এবং কারিগরি বোর্ডে ১ হাজার ৫০ জন পরীক্ষায় অংশ নেননি। শতাংশের হিসাবে সবচেয়ে বেশি অনুপস্থিতি মাদরাসা বোর্ডে। এ বোর্ডে অনুপস্থিতির হার ৪ দশমিক ৯৮ শতাংশ। এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার দেশের দুই হাজার ৭৯৭টি কেন্দ্রে প্রায় সাড়ে ১২ লাখ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।