ঢাকা | জুন ১৬, ২০২৫ - ১:০১ অপরাহ্ন

নগরীতে যুবলীগকর্মীসহ গ্রেপ্তার ৬

  • আপডেট: Tuesday, June 10, 2025 - 10:11 pm

স্টাফ রিপোর্টার: মহানগরীতে বিশেষ অভিযানে ১ যুবলীগ কর্মীসহ পুলিশের অভিযানে মোট ৬ জন গ্রেপ্তার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ১ জন গ্রেপ্তার হয়েছে।

এছাড়াও আরএমপির অভিযানে ৫ জন গ্রেপ্তার হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৩ জন, মাদক মামলায় ১ জন ও অন্যান্য অপরাধে ১ জন।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত যুবলীগ কর্মী মিঠু সাহা (৩৭) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার সাহেব বাজার কাপড় পট্টি এলাকার স্বপন সাহার ছেলে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS