ঢাকা | জুন ১৮, ২০২৫ - ৮:৫১ পূর্বাহ্ন

শিরোনাম

সিরাজগঞ্জে সেপটিক ট্যাংক থেকে শিশুর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

  • আপডেট: Thursday, June 5, 2025 - 12:49 am
dead

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি সেপটিক ট্যাংক থেকে লামিয়া (৬) নামে এক শিশুর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার ভোরে উপজেলার রূপবাটি ইউনিয়নের বিন্নাদাইর গ্রামের পরিত্যক্ত একটি বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত লামিয়া পোশাককর্মী নাজিম উদ্দিন ও মিনা দম্পতির মেয়ে। গত মঙ্গলবার বিকালে সে নানার বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল।

পুলিশ ও স্বজনরা জানান, নাজিম উদ্দিন বিয়ের পর থেকে শ্বশুরবাড়ির কাছে বসতবাড়ি করে সেখানেই বসবাস করে আসছেন। স্ত্রীকে নিয়ে ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন তিনি।

দুই মেয়ে নানা আব্দুর রশিদের বাড়িতে থাকতো। মঙ্গলবার বিকালে শিশু লামিয়া নানার বাড়ি থেকে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির পরও নাতি লামিয়াকে না পেয়ে রাতে থানায় সাধারণ ডায়েরি করেন নানা রশিদ।

এরপর বুধবার ভোরে বিন্নাদাইর গ্রামের পলাতক আওয়ামী লীগ নেত্রী রূপার পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে শিশু লামিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে রূপা পালিয়ে যাওয়ায় বাড়িটি পরিত্যক্ত হয়ে যায়। এ অবস্থায় ওই বাড়িটি নেশাখোর ও অপরাধীদের আড্ডাখানায় পরিণত হয়।

শাহজাদপুর থানার ওসি আসলাম আলী জানান, শিশু লামিয়ার মুখ স্কচটেপ দিয়ে আটকানো এবং হাত-পা বাঁধা ছিল। নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS