রাণীনগর উপজেলা ও ইউনিয়ন পরিষদে জামায়াতের প্রার্থী ঘোষণা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: আগামী উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাণীনগর উপজেলা জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
বুধবার দুপুরে রাণীনগর উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই নাম ঘোষণা করা হয়। রাণীনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডা: আনজির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর আমির খন্দকার আব্দুর রাকিব উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী শামীনুর রহমান শামীমসহ উপজেলা ও আটটি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আগামী উপজেলা পরিষদ রির্বাচনে চেয়ারম্যান পদে নওগাঁ জেলা জামায়তে ইসলামীর সুরা সদস্য ও রাণীনগর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মোস্তফা ইবনে আব্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারী আন্নামা বিনতে আকবরকে মনোনীত প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়। এছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আটটি ইউনিয়নের মধ্যে শুধুমাত্র একটি ইউনিয়নে চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডা: আনজির হোসেনকে দলীয় মনোনীত প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়।
এই তিন পদে প্রার্থীদের নাম ঘোষণা করেন নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর আমির খন্দকার আব্দুর রাকিব।