মোহনপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোহনপুর প্রতিনিধি: মোহনপুরে বিশ্ব তামাক দিবস-২০২৫ উপলক্ষে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে মোহনপুর উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা’র সভাপতিত্বে বুধবার সারাদিনব্যাপী তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আলোচনায় বক্তারা তামাকের ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি ও সামাজিক ক্ষতির চিত্র তুলে ধরেন।
তারা বলেন, তামাক সেবন শুধু ব্যক্তির শরীরের ক্ষতি করে না। বরং এটি সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের পথে বাধা হয়েও দাঁড়ায়। তারা আরও বলেন, একটি সুস্থ উন্নত ও সচেতন জাতি গঠনের জন্য তামাকমুক্ত সমাজ গড়া এখন সময়ের দাবি।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুর ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসান ইমাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, কেশরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন, মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা আক্তার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা শাহা, একাডেমিক সুপার ভাইজার আব্দুল মতিন, মোহনপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সাব অফিসার রফিকুল ইসলাম, ১ নং ধুরইল ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ২ নং ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, ৪ নং ইউপি চেয়ারম্যান মেজর আলী বিশ্বাস, দৈনিক সোনালী সংবাদ এর বিশেষ প্রতিনিধি আনছার তালুকদার স্বাধীন সহ আরও অনেকে।