পতাকা বৈঠক শেষে নিজ দেশে ফিরলেন আটক বিএসএফ সদস্য

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে স্থানীয়দের হাতে আটক গণেশ মূর্তি (৪৩) নামে এক বিএসএফ সদস্যকে ফেরত দিয়েছে বিজিবি। পতাকা বৈঠকের মাধ্যমে বুধবার দুপুরে তাকে ফেরত দেয়া হয়।
এর আগে বুধবার সকালে সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের জহুরপুর সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করে স্থানীয়রা।
পরে তাকে বিজিবির কাছে সোপর্দ করা হয়। ফেরত হওয়া বিএসএফ সদস্যের নাম শ্রী গণেশ। তিনি ভারতীয় নুরপুর ৭১ বিএসএফ ক্যাম্পের সদস্য।
বিষয়টি নিশ্চিত করেছেন ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু। স্থানীয় গ্রামবাসী ও নারায়নপুর ইউপি চেয়ারম্যান নাজির আহম্মেদ জানান, জহুরপুর সীমান্ত পিলার ১৯-এর সাব পিলার ৫-এর সামনে সাতরশিয়া এলাকার মাঠে গরু-ছাগল চরাচ্ছিলেন এক বাংলাদেশি।
একপর্যায়ে গবাদি পশুগুলো ভারতের ৭১ বিএসএফের নুরপুর ক্যাম্প এলাকায় প্রবেশ করে। এসময় ওই বিএসএফ সদস্য গরু-ছাগলকে ধাওয়া করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়লে স্থানীয় জনতা তাকে আটক করে। পরে বিজিবির কাছে সোপর্দ করে।