ঢাকা | জুন ২৩, ২০২৫ - ১২:২৬ পূর্বাহ্ন

চারঘাটে চামড়া সংরক্ষণের জন্য বিনামূল্যে লবণ বিতরণ

  • আপডেট: Thursday, June 5, 2025 - 12:43 am

চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে ঈদ উপলক্ষে মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ্ বোডিং এর জন্য বিনামূল্যে কোরবানিী=র চামড়া সংরক্ষণের জন্য বিনামূল্যে ১০ টন লবণ বিতরণ করা হয়েছে।

বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বিনামূল্যে এ লবণ  বিতরণ করেন।

নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, পবিত্র ঈদুল আজহা সামনে রেখে কোরবানির চামড়া যাতে সঠিক ভাবে সংরক্ষণ করা যায়, সে লক্ষ্যেই এই লবণ বিতরণ করা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যেন সময়মতো চামড়া প্রক্রিয়াজাত করতে পারে, সে জন্য আমাদের এই উদ্যোগ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, চারঘাট মডেল থানার (ওসি) মিজানুর রহমান, চারঘাট মডেল মসজিদের ইমাম আতিকুর রহমান, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক সহ বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোডিং এর প্রধানগণ।

Hi-performance fast WordPress hosting by FireVPS