ঢাকা | জুন ১৬, ২০২৫ - ১২:৩৯ অপরাহ্ন

ঈদকে সামনে রেখে শেষ সময়ে ক্রেতাদের ভিড় মসলার দোকানে

  • আপডেট: Thursday, June 5, 2025 - 12:58 am

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে শেষ সময়ে ক্রেতাদের ভিড় বেড়েছে মসলার দোকানে। গত বছরের চেয়ে এবার ঈদে বেশির ভাগ মসলার দাম কম থাকায় ক্রেতারা স্বস্তি প্রকাশ করেছেন।

আগামী শনিবার ঈদুল আজহা। বুধবার রাজশাহী মহানগরীসহ এর উপকন্ঠের বাজারগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, ঈদুল আজহাকে সামনে রেখে  শেষ সময়ে এসে ক্রেতারা কেনাকাটা সারছেন মসলার দোকানে।

এবার বেশির ভাগ মসলার দাম কম রয়েছে। তবে সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ৫০ টাকা বেড়েছে ছোট এলাচ, দারচিনি, শুকনা মরিচ, আদা, রশুন, জিরা ও ধনিয়ার দাম।

প্রতিকেজি  পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা, ছোট এলাচ সাড়ে ৪ হাজার থেকে ৬ হাজার, দারচিনি ৫০০ থেকে ৬০০, মরিচ ৪০০, আদা রকমভেদে ১৫০ থেকে ২২০, রশুন ১০০ থেকে ২শ’, জিরা ৬০০ থেকে ৬৫০, ধনিয়া ২০০ টাকায় বিক্রি হয়েছে।

ক্রেতারা বলছেন ঈদের সামনে বাড়তি লাভের আশায় পরিকল্পিত ভাবে কিছু মসলর দাম বাড়ানো হয়েছে। তবে বেশিরভাগ মসলার দাম গতবারের চেয়ে কম রয়েছে।

Hi-performance fast WordPress hosting by FireVPS