মান্দায় ভূমি সেবা ও জটিলতা নিরসনে ইউনিয়নভিত্তিক শুনানি

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন, হোল্ডিং খোলা, ভিপি লিজ মানি আদায় ও অনলাইন ভূমি কর প্রদানের সুবিধা নিশ্চিত করতে নওগাঁর মান্দা উপজেলায় ইউনিয়নভিত্তিক বিশেষ শুনানি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ভারশো-তেতুলিয়া ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা রাজস্ব প্রশাসন। প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, সহকারী কমিশনার (ভূমি) নিয়ামতপুর।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, ভূমি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া ও ভোগান্তি কমাতে ইউনিয়ন পর্যায়ে এ ধরনের বিশেষ শুনানি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমরা চাই মানুষ যেন ঘরে বসেই অনলাইনে ভূমি কর দিতে পারে, হোল্ডিং খুলতে পারে এবং কোনো ধরনের হয়রানি ছাড়াই লিজ মানি পরিশোধ করতে পারে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুল, ভারশো ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক প্রমুখ।
আয়োজকরা জানান, পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে এমন শুনানির আয়োজন করা হবে।