ঢাকা | জুন ২৪, ২০২৪ - ৫:৫৭ অপরাহ্ন

তেলবাহী ট্রাকের চাকায় পিষ্ট দুই ব্যবসায়ী

  • আপডেট: Wednesday, May 22, 2024 - 11:30 am

অনলাইন ডেস্ক: পাবনার সুজানগরে তেলবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুজানগর-নাজিরগঞ্জ সড়কের থানা গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তেলবাহী ট্রাক সুজানগর পৌরবাজার থেকে নাজিরগঞ্জ যাবার পথে থানা গেটের সামনে একটি চায়ের দোকানের দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তির গায়ের উপর উঠিয়ে দেয়। এ সময় ঘটনাস্থলেই আব্দুল মান্নান ও কামরুল ইসলাম নামে দুই ব্যক্তি মারা যান। ঘটনার পরপরই ট্রাকচালক পালিয়ে যান।

সুজানগর থানার ওসি মোহাম্মদ জালাল উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তেলবাহী ট্রাক জব্দ করা হয়েছে।

 

সোনালী/ সা