ঢাকা | জুন ১৬, ২০২৪ - ১২:৪৮ অপরাহ্ন

নির্বাচনে দায়িত্ব পালনকালে মহিলা আনসার সদস্যের মৃত্যু

  • আপডেট: Wednesday, May 22, 2024 - 11:33 am

অনলাইন ডেস্ক: নির্বাচনি দায়িত্ব পালন করতে এসে প্রাণ হারালেন মহিলা আনসার সদস্য সাহিদা খাতুন (৩৫)। তিনি দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত উল্লাপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে নাইমুড়ি কৃষান উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন।

সাহিদা খাতুন উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া দক্ষিণপাড়া গ্রামের ছাকোয়াত হোসেনের স্ত্রী।

মুকুল হোসেন জানান, সোমবার বিকালে ওই আনসার সদস্য ভোটগ্রহণকারী দলের সঙ্গে নাইমুড়ি কৃষান উচ্চ বিদ্যালয়ে জানান। রাতে নিরাপত্তার দায়িত্ব পালন করেন তিনি। মঙ্গলবার ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাহিদা। তাকে দ্রুত সিরাজগঞ্জ শহীদ এম মনুসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লাপাড়ার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা স্ট্রোকে আক্রান্ত হয়ে সাহিদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সোনালী/ সা