ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৪:২৪ অপরাহ্ন

প্রবাসী ভাইয়ের স্ত্রীকে কুপিয়ে মারল দেবর

  • আপডেট: Wednesday, May 8, 2024 - 11:48 am

অনলাইন ডেস্ক: চাঁদপুরের শাহরাস্তিতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দেবরের কোদালের কোপে ভাবির মৃত্যু হয়েছে।  মঙ্গলবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

বাড়ির লোকজন তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমেক হাসপাতালে পাঠান। সেখান থেকে ঢাকায় পাঠালে মঙ্গলবার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের শাশুড়ি শরীফা খাতুন (৭৫) বলেন, ঘটনার সময় আমি সাদ্দামকে বাধা দিতে যাই। এক পর্যায়ে রুজিনার মাথায় কোদালের আঘাত লাগে।

শাহরাস্তি মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন জানান, গৃহবধূ নিহতের ঘটনায় পুলিশের একটি টিম কাজ করছে। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ বা মামলা করেনি।

 

সোনালী/ সা