ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৬:১৫ পূর্বাহ্ন

ঘণ্টা পেরিয়ে গেলেও পড়েনি একটি ভোটও

  • আপডেট: Wednesday, May 8, 2024 - 11:53 am

অনলাইন ডেস্ক: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা দৌলতপুর ইউনিয়নের গোপালপুর ভোটকেন্দ্রে এক ঘণ্টায় ৯ নম্বর বুথে একটি ভোটও পড়েনি। তবে বাকি ৮টি বুথে ৩৬টি ভোট পড়েছে।

এদিকে নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব, বিজিবি, ব্যাটালিয়ন আনসার, আনসার ভিডিপি, পুলিশ, স্ট্রাইকিং ফোর্স এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন।

বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে দুজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই উপজেলায় ৯৭টি ভোটকেন্দ্রে ২ লাখ ৮২ হাজার ৬২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

 

সোনালী/ সা