ঢাকা | জানুয়ারী ৯, ২০২৫ - ৩:৪৭ অপরাহ্ন

বন্ধুর ব্যাগ তোলার সময় ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো কিশোরের

  • আপডেট: Tuesday, April 30, 2024 - 12:26 pm

অনলাইন ডেস্ক: ট্রেনে ওঠার সময় বন্ধুর পড়ে যাওয়া ব্যাগ তুলতে গিয়ে আরেক ট্রেনের ধাক্কায় বকুল হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে দিনাজপুরের বিরামপুর রেলস্টেশনের দুই নম্বর প্লাটফর্ম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বকুল হোসেন উপজেলার হাবিবপুর এলাকার মেহেদুল ইসলামের ছেলে। সে হাবিবপুর দাখিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী। বিরামপুর স্টেশন মাস্টার আনন্দ চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কিশোরের মামা হামিদুর রহমান জানান, সকালে বেশ কয়েকজন বন্ধু ঢাকায় যাচ্ছিল। বন্ধুদের ট্রেনে উঠিয়ে দেওয়ার জন্য বকুল প্লাটফর্মে আসে। এ সময় বিরামপুর রেলওয়ে স্টেশনে চিলাহাটি এক্সেপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে ছিল। বন্ধুদের ট্রেনে ওঠার পরই এক বন্ধুর ব্যাগ রেললাইনে পড়ে যায়। বকুল ব্যাগটি তোলার সময় দুই নম্বর লাইন দিয়ে পঞ্চগড় এক্সেপ্রেস ট্রেনে ধাক্কা লেগে ছিটকে পড়ে। স্থানীয়রা দ্রুত বকুলকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুন ফেরদৌস জানান, নিহত কিশোর বুকে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছিল। হাসপাতালের আসার আগেই সে মারা যায়।

বিরামপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনন্দ কুমার চক্রবর্তী জানান, সকাল ৯টা ১৫ মিনিটে ঢাকায় যাওয়ার উদ্দেশে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর ১ নম্বর প্লাটফর্মে এসে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে ক্রসিংয়ের জন্য দাঁড়িয়ে ছিল। ৯টা ২১ মিনিটের দিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ঢোকার সময় বগির সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে বকুল নামের এক কিশোর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

সোনালী/ সা