ঢাকা | মে ২১, ২০২৪ - ৭:১২ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ইন্ডাস্ট্রি-ইনস্টিটিউট লিংকেজ শীর্ষক সেমিনার

  • আপডেট: Tuesday, April 30, 2024 - 1:07 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ -২০২৪ উদযাপন উপলক্ষে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ইন্ডাস্ট্রি-ইনস্টিটিউট লিংকেজের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের হল রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রশীদ মল্লিকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।

প্রবন্ধ উপস্থাপন করেন, রাজশাহী পলেটেকনিকের চিফ ইনস্ট্রাক্টর মিরাজুল ইসলাম।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, রুয়েটের ইইই প্রফেসর ডা. এসএম আব্দুর রাজ্জাক ও রাজশাহী পলেটেকনিকের একাডেমিক ইনচার্জ ও চিফ ইনস্ট্রাক্টর (সিভিল) রশীদুল আমিন।

সেমিনানরে কারিগরি শিক্ষার গুরুত্ব, শিক্ষার মান উন্নয়ন, নিজ সন্তানদের বিজ্ঞান ও কারিগরি শিক্ষা অর্জন করে দক্ষ হয়ে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান তুলে ধরার আহ্বান জানানো হয়।

 

সোনালী/ সা