ঢাকা | মে ১, ২০২৪ - ৫:৫৪ পূর্বাহ্ন

শেয়ার বাজারে পতন থামছে না

  • আপডেট: Thursday, April 18, 2024 - 12:06 pm

অনলাইন ডেস্ক: শেয়ার বাজারে টানা দরপতন চলছে। বুধবারও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে দিনশেষে ডিএসইর সূচক কমেছে ১০ পয়েন্ট। কমছে লেনদেন। সংশ্লিষ্টরা বলছেন, বিনিয়োগকারীদের আস্থা সংকটে বাজারে এভাবে পতন হচ্ছে।

শীর্ষ দশ কোম্পানি : বুধবার ডিএসইতে যে সব প্রতিষ্ঠানের শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হলো- এশিয়াটিক ল্যাবরেটরিজ, তৌফিকা ফুড অ্যান্ড লাভেলো,  গোল্ডেন সন্স, ফুওয়াং ফুড, ফু-ওয়াং সিরামিক, বেস্ট হোল্ডিংস, আলিফ ইন্ডাষ্ট্রিজ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, শাইনপুকুর সিরামিকস এবং প্যারামাউন্ট টেক্সটাইলস। ডিএসইতে বুধবার যে সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হলো- কপারটেক ইন্ডাষ্ট্রিজ, এসইএমএল লেকচার মিউচুয়াল ফান্ড, একমি ফার্মা, বিডি থাইফুড, তৌফিকা ফুড অ্যান্ড লাভেলো, আমরা নেটওয়ার্ক, আলহাজ— টেক্সটাইল, ইফাদ অটোস এবং পূবালী ব্যাংক। অন্যদিকে যে সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি কমেছে সেগুলো হলো- এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড-১, নিউলাইন ক্লোথিং, প্রাইম ফাস্ট আইসিবি মিউচুয়াল ফান্ড, কর্ণফুলি ইন্স্যুরেন্স, গ্রীণ ডেল্টা মিউচুয়াল ফান্ড, মেঘনা ইন্স্যুরেন্স,আমান কটন ফাইবার, পিপলস ইন্স্যুরেন্স, এমবিএল প্রথম মিউচুয়াল ফান্ড এবং  ফুওয়াং ফুড।

 

সোনালী/ সা