ঢাকা | জানুয়ারী ৮, ২০২৫ - ৯:৪০ পূর্বাহ্ন

শিরোনাম

লালপুরে প্রেমিককে কুপিয়ে জখম

  • আপডেট: Thursday, April 18, 2024 - 7:10 pm

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। আহত ওই যুবকের নাম এমদাদুল হক। সে উপজেলার রামানান্দপুরের মৃত সের আলীর ছেলে।

বৃহস্পতিবার সকালে লালপুর পুরাতন বাজার এলাকায় এঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকায় এক মেয়ের (২৭) সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে যান এমদাদুল। গত ৬মাস পূর্বে ওই প্রেমিক যুগলকে আপত্তিকর অবস্থায় আটক করে এলাকাবাসী। পরে এক সপ্তাহের মধ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এমদাদুল সুকৌশলে পালিয়ে যায়।

৬ মাস পর ঈদে বাড়ি ফেরায় এমদাদুলকে পুনরায় বিয়ের জন্য চাপ দিয়ে থাকে মেয়েটি। বিয়েতে রাজি না হওয়ায় সকাল ৬টার দিকে এমদাদুলকে লালপুর পুরাতন বাজার এলাকায় ওই মেয়েসহ আরও কয়েকজন মিলে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষ তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ বলেন, এ ঘটনায় প্রেমিকাকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। এর সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সোনালী/জেআর