ঢাকা | জানুয়ারী ১৩, ২০২৫ - ১২:৩২ পূর্বাহ্ন

শিরোনাম

দিগন্ত প্রসারী সংঘ পাঠাগারে বই দিলেন নজরুল আহসান

  • আপডেট: Thursday, November 2, 2023 - 12:00 am

প্রেস বিজ্ঞপ্তি: নগরীর দিগন্ত প্রসারী সংঘ পাঠাগারে বেশ কিছু গুরুত্বপূর্ণ অ্যাকাডেমিক ও সমসাময়িক রাজনৈতিক বই উপহার হিসেবে পাঠাগার কতৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন সোনালী ব্যাংকের পিএলসি, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার (অবসরপ্রাপ্ত) নজরুল আহসান।

বুধবার সন্ধ্যায় দিগন্ত প্রসারী সংঘ পাঠাগারে একটি বই হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পাঠাগারের সভাপতি মনোয়ার হোসেন সেলিম।

পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল মতিন। অনুষ্ঠান থেকে তাদের হাতেই বইগুলো তুলে দেন নজরুল আহসান। এসময় উপস্থিত ছিলেন এ কে মাসুদ, আব্দুল গফুর, আলহাজ্ব সাইদুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে নজরুল আহসান পাঠাগার পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে আরও বই দিয়ে সহযোগিতা করার আশ্বাস দেন। পাঠাগার সভাপতি মনোয়ার হোসেন সেলিম এসময় নজরুল আহসানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান।

একইসঙ্গে রাজশাহীর সকল সূধীজনের প্রতি দিগন্ত প্রসারী সংঘ পাঠাগারে বই উপহার প্রদানের জন্য অনুরোধ জানান।

সোনালী/জগদীশ রবিদাস