ঢাকা | মে ১৪, ২০২৫ - ৪:৩৪ পূর্বাহ্ন

বাঘায় দিনে দুপুরে সাইকেল মেকারকে কুপিয়ে হত্যা

  • আপডেট: Sunday, September 17, 2023 - 5:00 pm

বাঘা প্রতিনিধি: বাঘায় দিনে দুপুরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাইকেল মেকার খাকচার আলীকে (৪০) হত্যা করে পালিয়ে গেছে দূর্বৃত্তরা।

রোববার দুপুরে উপজেলার দিঘা বাজারে এই ঘটনা ঘটেছে। দিনে দুপুরে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাৎক্ষণিক কেউ জানাতে পারেনি।

খাকচার আলী উপজেলার বাউস ইউনিয়নের দিঘা হিন্দুপাড়া গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। এ বিষয়ে খাকচার আলীর বড় ভাই কাউসার আলী জানান, আমার ছোট ভাই প্রায় ১৫ বছর যাবত দিঘা বাজারে সাইকেল মেকারের কাজ করে।

আমার জানা মতে ছোট ভাই এর কোন শত্রু নেই। কিন্তু কী কারণে কারা এই ঘটনা করেছে, কিছুই বুঝতে পারছি না। তবে এই ঘটনাটি যারা ঘটিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান।

স্বামী হত্যার খবর জানার পর থেকে তার স্ত্রী স্বপ্না বেগম বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন। তার এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। সাইকেল মেকারের কাজ করে ৫ সদস্যের সংসার চালাতেন খাকচার আলী।

এ বিষয়ে বাঘা থানার ওসি খায়রুল ইসলাম জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার হত্যাকাণ্ডের কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

সোনালী/জেআর

Hi-performance fast WordPress hosting by FireVPS