ঢাকা | মে ৩, ২০২৪ - ৭:২১ অপরাহ্ন

রাজশাহীতে ৫০০ বোতল ফেনসিডিলসহ একজন গ্রেফতার

  • আপডেট: Saturday, September 16, 2023 - 6:00 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘা থেকে ৫০০ বোতল ফেনসিডিলসহ এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

আজ শনিবার ভোর রাতে বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদকব্যবসায়ীর নাম শহিদুল ইসলাম (৪৫)। সে রাজশাহী বাঘার পাকুড়িয়া গ্রামের নুর জামালের ছেলে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মূখপাত্র রফিকুল আলম জানান, রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) নাছিম উদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ শনিবার গভীর রাতে রাজশাহী জেলার বাঘা থানাধীন পানিকামড়া বাজার ও আশপাশের এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো।

গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, বাঘা থানাধীন পাকুড়িয়া গ্রামস্থ জনৈক শহিদুল ইসলামের বসতবাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর একজন মাদকব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল বিক্রি করছিলো।

এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের এসআই (নিরস্ত্র) নাছিম উদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সকাল শনিবার ভোরে রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মাদকব্যবসায়ী শহিদুল ইসলামকে জিজ্ঞাসাবাদে তার দেখানো মতে তার বসতবাড়ির প্রবেশ গেইটের পূর্বপার্শ্বে তিনটি প্লাস্টিকের বস্তার মধ্যে রক্ষিত মোট ৫০০ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করে।

এ ঘটনায় মাদকব্যবসায়ী শহিদুল ইসলামের বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ অনুযায়ী একটি মামলা রুজু করা হয়েছে।

সোনালী/জগদীশ রবিদাস