ঢাকা | অক্টোবর ১৮, ২০২৪ - ৮:০৯ পূর্বাহ্ন

রেললাইনে পুলিশের গাড়িতে ট্রেনের ধাক্কা, নিহত ৩

  • আপডেট: Sunday, August 27, 2023 - 4:06 pm

অনলাইন ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পুলিশের একটি গাড়ি রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় পুলিশের তিন সদস্য নিহত হয়েছে।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনায় আরও দুই পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছে।

নিহতরা হলেন- সীতাকুণ্ড থানার পুলিশ কনস্টেবল মোহাম্মদ হোসাইন, মোহাম্মদ মিজান ও মোহাম্মদ এস্কান্দার।

আহতরা হলেন- এসআই সুজন শর্মা, গাড়ির চালক কনস্টেবল সমর চন্দ্র সরকার ও সলিমপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য মো. শাহাদাত হোসেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পুলিশের গাড়িটি সলিমপুর ফকিরহাট এলাকায় রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেসের ধাক্কায় দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই কনস্টেবল এস্কান্দার মারা যান।

আহত চার পুলিশ সদস্যসহ পাঁচজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কনস্টেবল হোসাইন ও মিজান মারা যান।

স্থানীয়রা জানায়, দুর্ঘটনার সময় রেলক্রসিংয়ে কর্তব্যরত গেটম্যান দিপু সেখানে ছিলেন না। এ কারণে সিগনাল বাঁশ ওঠানো ছিল।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ট্রেনের ধাক্কায় পুলিশের গাড়িতে থাকা তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন।

স্থানীয় ওয়ার্ড সদস্য শাহাদাত হোসেনসহ পুলিশের আরও দুই সদস্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সোনালী/জেআর