ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৬:০৭ অপরাহ্ন

মোহনপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন জনের

  • আপডেট: Wednesday, August 2, 2023 - 1:32 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর মোহনপুরে ভুটভুটি-অটোরিকশা ও বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেছে তিন জনের।

আজ বুধবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও চারজন।

নিহতরা হলেন- বাগমারার মাড়িয়া গ্রামের আজিজুর রহমান (৩৫), মোহনপুর উপজেলার জাহাঙ্গীর (৪৫) ও আবুল হোসেন (৫৫)। এতে আহতরা হলেন- মজিবর রহমান, তৈয়ব, আনসারুজ্জামান ও চঞ্চল।

মোহনপুর থানার ওসি হরিদাস মণ্ডল জানিয়েছেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর আরও দুজন মারা গেছেন।

সোনালী/জেআর