ঢাকা | সেপ্টেম্বর ১৩, ২০২৪ - ১:৩৭ পূর্বাহ্ন

ফুসফুসে সংক্রমণ, মারা গেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র

  • আপডেট: Friday, July 7, 2023 - 8:02 pm

অনলাইন ডেস্ক: ফুসফুসের সংক্রমণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র ইয়াসির আরাফাত মারা গেছেন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে যশোর সদর হাসপাতালে তাঁর মৃত্যু হয়। আরাফাতের বাড়ি যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুরে।

মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক ফায়েক উজ্জামান। শোক প্রকাশ করে তিনি বলেন, ‘এমন মৃত্যু দুঃখজনক।

তাঁর মৃত্যুতে বিভাগ শোকাহত। তাঁর রুহের মাগফেরাত কামনা করছি। শুক্রবার দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।’

সোনালী/জেআর