ঢাকা | সেপ্টেম্বর ১৮, ২০২৪ - ১২:১১ পূর্বাহ্ন

শিরোনাম

দুর্বৃত্তের বিষে মরল ৫ লাখ টাকার মাছ

  • আপডেট: Thursday, July 6, 2023 - 12:00 pm

অনলাইন ডেস্ক: সিরাজগঞ্জের তাড়াশে দুর্বৃত্তদের দেওয়া বিষে মো. আব্দুল হান্নান নামের এক মংস্যচাষির পুকুরের প্রায় ৫ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে।

বুধবার রাতে উপজেলার বারুহাস ইউনিয়নের সান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন, বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ময়নুল হক।

মংস্যচাষি আব্দুল হান্নান গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি প্রায় দু’দশক ধরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করছেন। তার ধারণা, পূর্ব শত্রুতার জেরে তার পুকুরে বিষ প্রয়োগের ঘটনা ঘটতে পারে। তিনি থানায় লিখিত অভিযোগ দেবেন।

মংস্যচাষি আব্দুল হান্নান জানান, তিনি দীর্ঘদিন ধরে ১০ বিঘা জমিতে পুকুরে দেশিয় প্রজাতির মাছ চাষ করছেন। বুধবার সন্ধ্যায় তিনি পুকুরে মাছের খাবার দিয়ে বাড়ি চলে যান।

গভীর রাতে দুর্বৃত্তরা তার পুকুরে বিষ প্রয়োগ করে। সকালে তিনি পুকুরে গিয়ে দেখেন, অধিকাংশ মাছ মরে ভেসে উঠেছে। এতে তার প্রায় ৫ লাখ টাকার মাছ মরে গেছে। ফলে তিনি সর্বস্বান্ত হয়ে গেছেন।

এ বিষয়ে তাড়াশ থানার পরিদর্শক মো. শহিদুল ইসলাম বলেন, কেউ এখনও অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সোনালী/জেআর