ঢাকা | মে ১০, ২০২৪ - ৪:০৪ পূর্বাহ্ন

অনলাইনে টিকিট কেটে কালোবাজারে বিক্রি, গ্রেফতার ১

  • আপডেট: Thursday, July 6, 2023 - 1:19 pm

অনলাইন ডেস্ক: আদমদীঘির সান্তাহার রেলওয়ে স্টেশনে অনলাইনে কেনা ট্রেনের টিকিট কালোবাজারে বেশি দামে বিক্রির অপরাধে আকতারুজ্জামান ওরফে হিটলার নামের একজনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।

তার কাছ থেকে তিনটি টিকিট জব্দ করা হয়েছে। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানায় মামলা হয়েছে।

বুধবার সন্ধ্যায় তাকে সান্তাহার স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়।

আকতারুজ্জামান আদমদীঘির ছাতিয়ান গ্রামের ময়েন উদ্দিনের ছেলে ও সান্তাহার মুক্তিযোদ্ধা মার্কেটের সোহাগ পেপার হাউজের মালিক।

সান্তাহার রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, স্টেশনে দীর্ঘদিন ধরে একটি চক্র ট্রেনের টিকিট কালোবাজারি করে যাত্রীদের কাছে বেশি দামে বিক্রি করছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আকতারুজ্জামান নামের এক ব্যক্তি অনলাইনের টিকিট নিজে সংগ্রহ করে যাত্রীদের কাছে বেশি দামে বিক্রি করছিলেন। এ সময় তাকে তিনটি টিকিটসহ গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার আকতারুজ্জামানকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান থানার ওসি মোক্তার হোসেন।

সোনালী/জেআর