ঢাকা | জানুয়ারী ১৫, ২০২৫ - ৫:৪১ অপরাহ্ন

ঘুরতে বেরিয়ে দুর্ঘটনায় প্রাণ হারালেন এসএসসি পরীক্ষার্থী

  • আপডেট: Thursday, May 18, 2023 - 3:06 pm

অনলাইন ডেস্ক: সিরাজগঞ্জের তাড়াশে বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনায় হাসি খাতুন নামে এক এসএসসি পরীক্ষার্থী প্রাণ হারিয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার নাদোসৈয়দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাসি খাতুন উপজেলার জলিল নগর উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল। তার বাড়ি উপজেলার নওগাঁ ইউনিয়নের পংরৌহালী গ্রামে। বাবার নাম মো. আব্দুল খালেক।

হাসি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম।

স্থানীয়রা জানান, বুধবার পরীক্ষা শেষে মোটরসাইকেলে বন্ধু সাব্বির হোসেনের সঙ্গে চলনবিলে ঘুরতে যায় হাসি। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে নাদোসৈয়দপুর এলাকায় স্পিডব্রেকারের তাদের মোটরসাইকেল উল্টে পড়ে যায়।

এ সময় হাসি ছিটকে সড়কে পড়ে যায় এবং মাথায় আঘাত পায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোরের গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ প্রসঙ্গে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় হাসি খাতুন নিহত হয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সোনালী/জেআর