ঢাকা | মে ২১, ২০২৪ - ১:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম

আজ বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

  • আপডেট: Thursday, May 18, 2023 - 10:00 am

অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার ভোর থেকে রাজধানী ঢাকায় বৃষ্টির দেখা মিললেও বেলা ১১টা থেকে ১২টার দিকে সূর্যের দেখা পেতে পারেন রাজধানীবাসী। তবে বিকেল বা সন্ধ্যা থেকে আবারও বৃষ্টি হতে পারে।

এ দিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগে সারাদিনই থেমে থেমে বৃষ্টি হতে পারে।

বিষয়টি আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। যা দমকা আকারে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

সোনালী/জেআর