ঢাকা | মে ৪, ২০২৪ - ১১:১৮ পূর্বাহ্ন

রাজশাহীর পদ্মা নদীতে ভাসছিল নিখোঁজ শিশুর মরদেহ

  • আপডেট: Sunday, May 14, 2023 - 8:59 pm

অনলাইন ডেস্ক: রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া লাবণী খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১৪ মে) দুপুরে পদ্মা নদীতে ভাসমান অবস্থায় ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

শনিবার (১৩ মে) দুপুরে আট বছরের ওই শিশুটি গোসল করতে নেমে নিখোঁজ হয়।

লাবণী পদ্মার মধ্যে আতারপাড়া চরের লালু হাওলাদারের মেয়ে ও আতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।

রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড মেম্বার জয়নাল আবেদীন জানান, শনিবার দুপুরে লাবণী তার চাচাতো ভাই-বোনদের সঙ্গে পদ্মা নদীর আতারপাড়া ঘাটে গোসল করতে নামে। তবে নদীতে নামার কিছুক্ষণ পরই লাবণী ডুবে যায়।

বিষয়টি বাড়িতে জানানোর পর স্থানীয়রা নৌকা ও জাল দিয়ে খোঁজাখুঁজি করে তাকে পায়নি। বিকেল পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।

একপর্যায়ে ফায়ার সার্ভিসের কর্মীরা যান। তারাও উদ্ধার করতে পারেননি। এরপর আজ দুপুরে তার মরদেহ ভেসে ওঠে।

বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ডিএম বাবলু মনোয়ার জানান, দুপুরে স্থানীয় খেয়া ঘাটের কাছেই ওই শিশুর মরদেহ ভেসে ওঠে।

খবর পেয়ে তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বিকেলে তার মরদেহ দাফন করা হয়।

সোনালী/জেআর