ঘূর্ণিঝড় ‘মোকা’র তাণ্ডব মিয়ানমারে, অন্তত ৩ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্যের উপকূলে আঘাত করেছে ঘূর্ণিঝড় মোকা। রোববার বিকেলে এ তথ্য জানায় মিয়ানমারের আবহাওয়া দপ্তর।
মোকার প্রভাবে ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে মিয়ানমারে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে এপি। এদিকে ক্যানবেরা নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে।
দেশটির পূর্বাঞ্চলীয় শান রাজ্যের উদ্ধারকারী দল তাদের ফেসবুক পেজে জানিয়েছে, তারা তাচিলেক শহরে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে চাপা পড়া এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মধ্য মান্দালয় অঞ্চলের পাইন ও লুইন শহরে গাছের নিচে চাপা পড়ে একজন মারা গেছেন।
মিয়ানমারের আবহাওয়া দপ্তর জানায়, অতি প্রবল ঘূর্ণিঝড় মোকা আজ বিকেলে মিয়ানমারের উপকূল অতিক্রম করা শুরু করে। এসময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ২০৯ কিলোমিটার। রাখাইন রাজ্যের রাজধানী সিত্তের কাছ দিয়ে ঘূর্ণিঝড়ের কেন্দ্র অতিক্রম করবে।
সোনালী/জেআর