ঢাকা | মে ১৮, ২০২৪ - ১:৩৩ অপরাহ্ন

গুজরাটে বাস-এসইউভির সংঘর্ষ: নিহত ৯, আহত ৩২

  • আপডেট: Saturday, December 31, 2022 - 11:00 am

অনলাইন ডেস্ক: গুজরাটের নাভাসরিতে বাসের সঙ্গে এসইউভির (স্পোর্ট ইউটিলিটি ভেহিকল) সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর। শনিবার ভোররাতের দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানায়, আহমেদাবাদ থেকে ভালসাদের দিকে যাচ্ছিলো একটি বাসটি। আর বিপরীত দিক থেকে আসছিলো একটি এসইউভি গাড়ি। এসইউভিতে ৯ যাত্রী ছিলেন। কুয়াশার জন্য, নাকি অন্য কোনো কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি।

দাবি করা হচ্ছে, গাড়িটি উল্টো দিকের লেন দিয়ে চলছিলো। এর জেরেই দুর্ঘটনা ঘটে। গাড়িটি প্রথমে ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। এরপর সামনে থেকে আসা বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায়। এসইউভির চালক ঘুমিয়ে পড়েছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তদন্তকারীরা।

এ দুর্ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সোনালী/জেআর