ঢাকা | জানুয়ারী ১১, ২০২৫ - ৪:৩৫ অপরাহ্ন

ঈদে মিলাদুন্নবীতে সরকারি হাসপাতালে উন্নত খাবার দেয়ার নির্দেশ

  • আপডেট: Thursday, October 6, 2022 - 10:26 pm

 

অনলাইন ডেস্ক: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের লক্ষে দেশের সব সরকারি হাসপাতালে উন্নত খাবার পরিবেশনের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সেবা বিভাগের উপ-সচিব এ জেড এম শারজিল হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি (৯ অক্টোবর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের লক্ষ্যে দেশের সরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে উন্নত খাবার পরিবেশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ নির্দেশ জানাতে ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সবার কাছে চিঠি পাঠানো হয়েছে।