ঢাকা | জানুয়ারী ৩, ২০২৫ - ৯:৪৮ পূর্বাহ্ন

সিরিয়ায় ভবন ধ্বসে নিহত ১১

  • আপডেট: Thursday, September 8, 2022 - 10:57 pm

 

অনলাইন ডেস্ক: সিরিয়ায় একটি পাঁচতলা ভবন ধ্বসে গেছে বলে জানা গেছে। এতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। নিহতদের মধ্যে ৭ জন নারী, ৩ জন শিশু ও এক জন বয়স্ক ব্যক্তি রয়েছেন।

বুধবার দেশটির উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোর ফেরদৌস এলাকায় ঘটে এই দুর্ঘটনা। ঘতনাস্থল থেকে ৭ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

সিরিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভবনটি অবৈধভাবে তৈরি করা হয়েছিলো এবং ধ্বসে পড়ার মূল কারণ ভিতজনিত (ফাউন্ডেশন) ত্রুটি। তিন তলার ভিতের ওপর পাঁচতলা ভবনটি নির্মাণ করা হয়েছিলো।

বিষয়টি নিশ্চিত করে আলেপ্পো সিটি কাউন্সিলের প্রধান মুইদ মাদলাজি বলেন, ধ্বংসস্তুপের নিচে কেউ চাপা পড়ে আছে কিনা নিশ্চিত হতে ঘটনাস্থলে এখনও অনুসন্ধান তৎপরতা চালাচ্ছেন সরকারি উদ্ধারকারী বাহিনীর সদস্যরা।

সূত্র: আল আরাবিয়া