ঢাকা | জানুয়ারী ৭, ২০২৫ - ৩:০২ পূর্বাহ্ন

মোহনপুরে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

  • আপডেট: Tuesday, September 6, 2022 - 11:56 pm

মোহনপুর প্রতিনিধি: মোহনপুরে মুরগির খামারে বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর রাতে মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের ধোরশা হাট পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ ধোরশা হাট পাড়া গ্রামের পান ব্যবসায়ী রাসেল হোসেন স্ত্রী আদরী বেগম (৩৫)।

জানা গেছে, মঙ্গলবার ভোররাতে বাড়ির পাশে নিজস্ব পোল্ট্রি মুরগির খামারে প্রতিদিনের মত দেখাশুনার জন্য যান গৃহবধূ আদরী বেগম। তারপর বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে তার মৃত্যু হয়। সকাল ৯টায় দিকে স্থানীয়রা গৃহবধূর লাশ দেখে পরিবারের লোকজনকে খবর দেন। মঙ্গলবার বিকালে পারিবারিক গোরস্থানে গৃহবধূর লাশ দাফন করা হয়েছে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।