ঢাকা | মে ৩, ২০২৪ - ১১:৪৩ পূর্বাহ্ন

পাপনের বাসায় বৈঠকে বসেছেন সাকিব

  • আপডেট: Saturday, August 13, 2022 - 3:50 pm

অনলাইন ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে বৈঠকে বসেছেন সাকিব আল হাসান। শনিবার বিকেল তিনটায় বিসিবি সভাপতির গুলশানস্থ বাসভবনে বৈঠক শুরু হয়। বোর্ডের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাও উপস্থিত আছেন বলে জানা গেছে।

চলমান বৈঠকের বিষয়বস্তু টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব নিয়ে। সাকিব পুনরায় জাতীয় দলের টি-টোয়েন্টির দায়িত্ব পাবেন নাকি মাহমুদউল্লাহ রিয়াদ পাবেন আরেকটি সুযোগ? এ নিয়ে হবে আলোচনা। তবে বোর্ড সূত্রের খবর সাকিবকেই ফের টি-টোয়েন্টির নেতৃত্বের মসনদে বসানো হচ্ছে আসন্ন এশিয়া কাপ দিয়ে।

একই সঙ্গে এই বৈঠকে বোর্ডকে না জানিয়ে বেটিং প্রতিষ্ঠান বেটউইনারের সঙ্গে চুক্তির কারণ দর্শাতে হবে সাকিবকে। তবে সেটা শুধুই আনুষ্ঠানিকতা।

এর আগে শুক্রবার রাত সাড়ে ৩টায় যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। বেটউইনারের সঙ্গে চুক্তি করা নিয়ে বেশ সমালোচনার শিকার হয়েছেন তিনি।

বিসিবি সভাপতির কঠোর অবস্থানের জন্য বেটউইনারের চুক্তি থেকে সরে আসেন সাকিব।

সোনালী/জেআর