ঢাকা | জুলাই ২৬, ২০২৪ - ১০:৩২ পূর্বাহ্ন

সেতুর ওপর দাউদাউ করে জ্বলছে ট্রেন, ভেতরে ২০০ যাত্রী

  • আপডেট: Friday, July 22, 2022 - 5:09 pm

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে দানা ব্রিজের ওপর দিয়ে যাওয়ার সময় ট্রেনে আগুন লাগে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে ।

সিএসবি নিউজের (বোস্টন) প্রতিবেদনে জানানো হয়, ঘটনার সময় ট্রেনে ২০০ জন যাত্রী ছিলেন। মুহূর্তেই আগুনের খবর ছড়িয়ে পড়ে ট্রেনের অন্য যাত্রীদের মধ্যে। ভয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়।

অনেকেই দরজা খুলে বেরোনোর চেষ্টা করছিলেন। কিন্তু লক থাকায় খুলতে পারেননি। ফলে একের পর এক জানলা ভেঙে যে যেমন পেরেছেন, ট্রেন থেকে লাফ মেরে বাইরে বেরিয়ে আসেন।

ম্যাসাচুসেটস বে ট্রান্সপোর্টেশন অথরিটি (এমবিটিএ) জানিয়েছে, সকালে অরেঞ্জ লাইনের একটি ট্রেনের সামনের দিকের কামরায় আগুন লেগে যায়। ওয়েলিংটন এবং অ্যাসেম্বলি স্টেশনের মাঝে মিস্টিক নদীর ওপর রেলসেতুতে সেটি দাঁড়িয়ে পড়ে। খবর পেয়েই এমবিটিএ-র কর্মীরা সেখানে যান। যাত্রীদের নিরাপদে ট্রেন থেকে বের করে আনা হয়। এই ঘটনায় কেউ হতাহত হননি।

এমবিটিএ-র জেনারেল ম্যানেজার গণমাধ্যমকে জানিয়েছেন, ঠিক কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।

সোনালী/জেআর