ঢাকা | সেপ্টেম্বর ১৪, ২০২৪ - ১১:৪৪ অপরাহ্ন

ব্রাজিলে পুলিশের অভিযানে নিহত ১৮

  • আপডেট: Friday, July 22, 2022 - 9:42 pm

 

অনলাইন ডেস্ক: ব্রাজিলে রিউ দি জানেইরুর একটি বস্তিতে পুলিশের অভিযানে অন্তত ১৮ জন নিহত হয়েছেন বলে প্রতিবেন প্রকাশ করেছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ভোরের আগে ৪০০ সশস্ত্র সামরিক পুলিশ শহরের অন্যতম সহিংস আলেমাও বস্তির নিয়ন্ত্রণকারী গ্যাংয়ের বিরদ্ধে অভিযানে নামে। নিহতদের মধ্যে ১৬ জনই সন্দেহভাজন অপরাধী, এর বাইরে এক পুলিশ কর্মকর্তা এবং এক পথচারীও আছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বৃহস্পতিবার সারাদিন ধরে চলা এই অভিযানের সময় বস্তিটির বিভিন্ন ঘরে হাজারেরও বেশি মানুষ আটকা পড়ে ছিলেন।

পুলিশ বলছে, তাদের অভিযানের লক্ষ্য ছিল অপরাধীদের অবস্থান শনাক্ত ও তাদের গ্রেপ্তার করা। এই অপরাধীরা অন্যান্য বস্তির নিয়ন্ত্রণ রাখা প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর ওপর হামলার পরিকল্পনা করছিল।

আলেমাও বস্তির নিয়ন্ত্রণকারী অপরাধী গোষ্ঠীটির অনেক সদস্য সামরিক পুলিশের উর্দি পরে থাকায় তাদের শনাক্তে অভিযান পরিচালনাকারী পুলিশ সদস্যদের বেগ পেতে হয় বলে স্থানীয় একটি গণমাধ্যম জানিয়েছে।

অভিযানে ৪০০ পুলিশ সদস্যের পাশাপাশি ১০টি বুলেটপ্রুফ যান ও চারটি হেলিকপ্টারও অংশ নেয়।