ঢাকা | মে ১, ২০২৪ - ৫:০৩ অপরাহ্ন

লঙ্কান প্রেসিডেন্ট ভবনে বিক্ষোভকারীদের জলকেলি, রান্নাঘরেও হানা

  • আপডেট: Saturday, July 9, 2022 - 5:06 pm

অনলাইন ডেস্ক: তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে চলা বিক্ষোভের মুখে নিজের সরকারি বাসভবন ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। এরইমধ্যে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়েছেন হাজার হাজার বিক্ষোভকারী।

একটি ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের সুইমিং পুলে নেমে সাঁতার কাটছেন। এ সময় পুলের পাশে দাঁড়িয়ে অনেক বিক্ষোভকারীকে লঙ্কান পতাকা ওড়াতে দেখা যায়।

অপর একটি ভিডিওতে দেখা যায়, প্রেসিডেন্টের বাসভবনের কিচেনে ঢুকে পড়েছেন একদল বিক্ষোভকারী। সেখানে ফ্রিজ খুলে খাবার খাচ্ছেন কেউ, কেউবা আটা-ময়দা, শাক-সবজি, মাছ-মাংস বের করে রান্নার প্রস্তুতি নিচ্ছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে, গোয়েন্দাদের এমন তথ্য পাওয়ার পর শুক্রবার ( ০৮ জুলাই) প্রেসিডেন্ট ভবন থেকে পালিয়ে যান গোতাবায়া রাজাপক্ষে। বর্তমানে দেশটির সেনাবাহিনীর প্রধান কার্যালয়ে তিনি অবস্থান করছেন বলে দেশটির নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে।

শ্রীলঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিররের খবরে বলা হয়েছে, কলম্বো ফোর্টের চাথাম সড়কে পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবনে প্রবেশ করেছে। তাদের মুখে এ সময় শুধু গোতাবায়ার পদত্যাগের শ্লোগান ছিল।

পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। এছাড়া বিক্ষোভকারীদের প্রবেশ ঠেকাতে গুলি চালায়। তবুও বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে প্রেসিডেন্টের প্রাসাদের ঢুকে যায়।

প্রতিবেদনে আরও বলা হয়, কলম্বোয় বিক্ষোভ শুরু হওয়ার আগেই প্রেসিডেন্টকে সরিয়ে নেয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

এদিকে, চলমান বিক্ষোভে দুই পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের কলম্বোর ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র: বিবিসি, ডেইলি মিরর

সোনালী/জেআর