ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৮:১৯ পূর্বাহ্ন

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে রামেক হাসপাতালে আগুন

  • আপডেট: Tuesday, June 21, 2022 - 9:57 pm

স্টাফ রিপোর্টার: বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডের পেছনে এই ঘটনা ঘটে।

আগুন লাগার পর হাসপাতালের রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর সবার মাঝে স্বস্তি ফিরে আসে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, বৈদ্যুতিক লোড বেশী হওয়ার কারণে ফিডার বক্সে শর্টসার্কিটের কারণে হয়ত আগুন লেগেছিল। এতে ফিডার বক্সের তারগুলো পুড়ে গেছে। ফায়ার সার্ভিস আগুন নেভানোয় কোন ক্ষয়ক্ষতি হয়নি।