ঢাকা | মে ১৯, ২০২৪ - ১০:৪৩ পূর্বাহ্ন

রুয়েট কর্মচারীদের দুই দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

  • আপডেট: Tuesday, June 21, 2022 - 10:00 pm

 

স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের দুই দিনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। রুয়েটের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনলোজি (আইআইসিটি) এর আয়োজন করেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ভার্চুয়াল কনফারেন্স রুমে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আইআইসিটি পরিচালক ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ।

বিশেষ অতিথি ছিলেন সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. শহীদুজ্জামান, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. আল মামুন। শুভেচ্ছা বক্তব্য রাখেন আইআইসিটি সহকারী অধ্যাপক মো. সোয়েব আকতার। বুধবার কর্মশালার সমাপনী দিনে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হবে।